Media news - বিয়ের আগে গাগার প্রস্তুতি!

বিয়ের আগে গাগার প্রস্তুতি!
কিছুদিন আগেই বাগদান হলো পপ তারকা লেডি গাগার। পাত্র এলিন জ্যাকশন হাইটসের ব্যবসায়ী। খুব শিগগিরই বিয়েটা সেরে ফেলার প্রতিশ্রুতিও দিয়েছেন গাগা। আর নিজের বিয়ের আগে সবচেয়ে কাছের বান্ধবীর বিয়েটা একরকম নিজ হাতেই দিলেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা।
ইতোমধ্যে পারিবারিকভাবে বিয়ে করার ঘোষণা সবাইকে দিয়ে রেখেছেন গাগা। বিয়ের প্রস্তুতিও নেয়া হচ্ছে। কিন্তু তার আগেই বান্ধবীর বিয়েতে অংশগ্রহণ করলেন গাগা। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত নিজে থেকেই সবকিছুর দেখভাল করেছেন তিনি। আর বিয়েতে গাগার কাজ দেখে নিকটজনরা মজা করে বলছেন, নিশ্চয়ই নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন গাগা! বিষয়টি অবশ্য অস্বীকার করলেন না গাগা নিজেও! গাগা বলেন, ‘ও আমার সবচেয়ে কাছের বন্ধু। সে নিজে থেকেই আমাকে অনুরোধ করেছে তার বিয়েতে পাশে থাকার জন্য। বন্ধুর অনুরোধেই এতো সব করলাম। আর এটা অনেকে ভিন্ন চোখে দেখছে। সবাই বলছে আমি নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছি! আমি অবশ্য এটা খারাপভাবে দেখছি না! কেউ যদি ভাবে বিয়ের প্রস্ততি তাতে সমস্যা কি!
কথাটা তো খুব একটা মিথ্যে নয়!’ গাগা আরও জানিয়েছেন, খুব শিগগিরই তার বিয়ের তারিখ চূড়ান্ত করা হবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts