Media news - গান বাজাতে লাইসেন্স ..

গান বাজাতে লাইসেন্স ..
রেস্তোরাঁ কিংবা বিয়ের অনুষ্ঠানে ইয়াশ রাজ ফিল্মসের কোনো গান বাজাতে গেলে লাগবে লাইসেন্স। নতুন এই অভিনব নিয়ম চালু করতে যাচ্ছে গানের ব্যাপারে সবসময়ই আলাদা মনোযোগ দেওয়ার জন্য খ্যাতি পাওয়া প্রতিষ্ঠানটি।
 
এখন থেকে তাদের ব্যানারের সিনেমার গানগুলোর বাণিজ্যিক ব্যবহার করতে চাইলে লাগবে লাইসেন্স। অর্থাত্ এখন থেকে যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে (হোটেল,রেস্তোরাঁ কিংবা শপিং মল) ইয়াশ রাজ ফিল্মসের গান বাজাতে হলে সেই প্রতিষ্ঠানকে নিতে হবে লাইসেন্স। নির্দিষ্ট পরিমাণ সম্মানী দিয়ে গানগুলোর সত্ত্ব কিনে নিতে হবে নোভেক্স কমিউনিকেশন্সের কাছ থেকে। ইতোমধ্যেই ভারতজুড়ে ১৩৫টি হোটেলকে লাইসেন্স সংগ্রহের নোটিশ পাঠিয়েছে ইয়াশ রাজ ফিল্মস।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts