Media news - মা হলেও বিয়েতে আপত্তি জেসিকার

মা হলেও বিয়েতে আপত্তি জেসিকার
অনেকদিন ধরেই তাদের বিয়ের কথা শোনা গেলেও কেন যেন শেষ পর্যন্ত বিয়ে আর করা হয়ে ওঠেনি হলিউড অভিনেত্রী জেসিকা প্যারি ও তার প্রেমিক জন কাস্টনারের। এরই মাঝে গত রবিবার পুত্র সন্তানের মা হলেন কানাডিয়ান এই অভিনেত্রী। মা হবার পরেও জেসিকা জানালেন, বিয়ের জন্য আপাতত কোনো তাড়া তাদের নেই! ২০১২ সাল থেকে প্রেমিক কাস্টনারের সাথেই আছেন এই হলিউড অভিনেত্রী। এর আগে ২০০৭ সালে জোসেফ স্মিথকে বিয়ে করলেও সেই সংসার তিন বছরের বেশি টেকেনি। ২০১০ সালে বিবাহ বিচ্ছেদ করেন তিনি। জেসিকার নিকটজনদের মতে অতীত সংসারের তিক্ততার জন্যই বিয়ে করতে অনাগ্রহী ‘ম্যাড ম্যান’ ছবির এই তারকা। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি কিন্তু মনে মনে পুত্র সন্তানই চেয়েছিলাম। কাস্টনারের ৮ বছর বয়সী কন্যা সামার লি’র জন্য আমাদের আগে থেকে একটি কন্যা ছিল। এবার সামার খেলার একজন সঙ্গী পেল।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts