হলিউড
অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ক্যান্সার ছড়িয়ে
পড়ার আশঙ্কায় তার ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব ফেলে দেয়া হয়েছে। দু’বছর আগে
তার দু’টি স্তন ফেলে দেয়া হয়।
জোলির মা, নানি ও খালা ক্যান্সারে মারা গেছেন। সে আতংকে জোলি মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের কাছে এ ঘোষণা দেন।
অ্যাঞ্জেলিনা
জোলির শরীরে ক্যান্সার বহনকারী যে জিন রয়েছে তাতে তার স্তন ক্যান্সার
হওয়ার আশংকা ৮৭ শতাংশ এবং ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার আশংকা ৫০ শতাংশ।
জোলির মা, নানি ও খালা ক্যান্সারে মারা গেছেন। সে আতংকে জোলি মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের কাছে এ ঘোষণা দেন।