Media news - শাহিদ কাপুরের বিয়ে ডিসেম্বরে

শাহিদ কাপুরের বিয়ে ডিসেম্বরে
প্রেমে পড়েছেন শাহিদ কাপুর৷ কবে থেকে? শাহিদ বলতে পারেন, ‘যব উই মেট’, কিন্তু গোটা বলিপাড়া জানতে চাইছে সেটা কবে৷ এখনও তো করিনা কাপুরের সঙ্গে তাঁর ভাঙা সম্পর্কের কথাই বলে চলেছেন সকলে৷ এর মধ্যেই কবে যে তিনি প্রেমের পথে এতটা এগিয়ে গেছেন টেরই পায়নি বলিমহল৷
প্রেম অবশ্য তাঁর জীবনে কম আসেনি। কিন্তু সব সম্পর্ক ভেঙে গিয়েছে তাসের ঘরের মত। অবশেষে তিনি দেখা পেয়েছেন তাঁর ‘সোলমেট’-এর। হ্যাঁ, জীবনসাথী খুঁজে পেয়েছেন শাহিদ কাপুর। আর চলতি বছরের ডিসেম্বরেই তাঁকে বিয়ে করতে চলেছেন তিনি, এমন খবরই এখন ঘুরেছে বলিউডের আকাশে-বাতাসে।
জানা গিয়েছে, পাত্রীর নাম মীরা রাজপুত। ধর্মীয় সংগঠন রাধাস্বামী সৎসঙ্গ বিলাসে আলাপ হয়েছিল শাহিদ-মীরার। শাহিদ ও তাঁর বাবা দুজনেই এই সংগঠনটির একনিষ্ঠ ভক্ত। মীরা দিল্লির বাসিন্দা। দিল্লির এলএসআর কলেজের স্নাতক স্তরে ইংরেজী নিয়ে পড়াশোনা করছেন তিনি। এর আগে বসন্ত ভ্যালি স্কুলে পড়েছেন তিনি।
সূত্রের খবর, এই জানুয়ারিতে নাকি বাগদান পর্বটাও সেরে ফেলেছেন বলিউডের এই নায়ক। তবে এই বিষয়ে এখনই সংবাদমাধ্যমে বেশি কথা বলতে নারাজ শাহিদ। যদিও এর আগে শাহিদ তাঁর বিয়ে প্রসঙ্গে জানিয়েছিলেন,  তিনি রুপোলি দুনিয়ার বাইরের কাউকে বিয়ে করতে চান, কারণ তাহলে জীবনকে তিনি নানাদিক থেকে, নানাভাবে দেখতে পাবেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts