Media news - তারার বাজি

তারার বাজি
দীপা খন্দকার
সত্যি কথা বলতে কি বিশ্বকাপের ওপর এখন আর কোনো আগ্রহ নেই আমার। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তাই আমার জন্যও এবারের ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়ে গেছে। টুর্নামেন্টের সেরা চার দল এখন বিশ্বকাপ ট্রফির জন্য লড়বে। এর মধ্যে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এখনও এই ট্রফির স্বাদ পায়নি। এমনকি ফাইনালেও উঠতে পারেনি। কিন্তু এবার যেহেতু এই দুই দল একে অন্যের বিপক্ষে লড়বে তাই এটা নিশ্চিত যে, এবার কোনো একটি দলের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হচ্ছে! আর আমি মনে করি এই দুই দলের কেউ এবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। আমি নিজেও নতুন কোনো দলকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাচ্ছি। কিউই বা প্রটিয়া, এদের মধ্য থেকে কেউ চ্যাম্পিয়ন হলেই ভালো লাগবে আমার।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts