Media news - আবারও নাটকে মুনমুন

আবারও নাটকে মুনমুন
জনপ্রিয় উপস্থাপিকা মুনমুন। সম্প্রতি আরও নতুন কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন তিনি। উপস্থাপনায় ব্যস্ত মুনমুনকে মাঝে মাঝে দেখা যায় নাটকেও। শিগগিরই হয়তো আবারও একটি নাটকে দেখা মিলবে তার।

মুনমুন বলেন, ‘নাটক আমি খুব বেছে করি। অনেক প্রস্তাব আছে। হয়তো একটি নাটক করবো।’ এছাড়া তার উপস্থাপনায় জনপ্রিয় সেলিব্রেটি শো ‘আমার আমি’ অনুষ্ঠানটি ৪০০তম পর্বে পা রাখছেন শিগগিরই। অনুষ্ঠানের প্রযোজক সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানটি প্রসঙ্গে  মুনমুন বলেন, ‘আমার আমি অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান। আমার আগেও অনেকে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। যারা অনেক প্রিয় ও গুণী উপস্থাপক। আমিও চেষ্টা করেছি অনুষ্ঠানটির জনপ্রিয়তা বজায় রাখতে।’  মুনমুন সম্প্রতি নতুন আরও একটি অনুষ্ঠান শুরু করেছেন।

নতুনদের উপস্থাপনা প্রসঙ্গে মুনমুন বলেন, ‘উপস্থাপনাকে এখন অনেকে পেশা হিসেবে নিচ্ছেন। তবে নতুনরা উচ্চারণ ও উপস্থাপনার দিকটা ঠিক করে এলে কাজের সুযোগ অনেক।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts