হিন্দুজা গ্রুপ অব কোম্পানিজের কো-চেয়ারম্যান গোপিচান্দ হিন্দুজার ছেলে সঞ্জয়। আর ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির বোন অণু। সঞ্জয়-অণুর জমকালো বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য গতকাল সকালে ভারত পৌঁছান লোপেজ। সে সময় তাঁর সঙ্গে ছিলেন নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্ট। গত বছরের জুনে লোপেজ-স্মার্টের প্রেম ভেঙে গেলেও সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে একটি ক্যাফের সামনে এ জুটি ক্যামেরাবন্দী হওয়ার পর তাঁদের পুনর্মিলনের খবর চাউর হয়।
প্রথমবারের মতো ভারত সফরের কথা জানিয়ে টুইটারে একটি সেলফি পোস্ট করার পাশাপাশি লোপেজ তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘সেলফি x3...#ফার্স্টটাইমইনইন্ডিয়া।’
সঞ্জয়-অণুর তারা ঝলমলে বিয়ের অনুষ্ঠানে বলিউডের অনেক রথী-মহারথীই হাজির হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রীতি জিনতা, রাভিনা ট্যান্ডন, শিল্পা শেঠি, মনিষ মালহোত্রা, সঞ্জয় কাপুর, সোহেল খান, সোফি চৌধুরী প্রমুখ।