গুপদীঘির হাওরে টুপ করে ডুবে গেল সূর্যটা। আমরা তখন সবে মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়ি থেকে বেরিয়ে পেছনের ঘাটে বাঁধা নৌকার দিকে যাচ্ছি। ক্যামেরা তাক করতে করতেই ডুবে গেল সূর্য। পাশ থেকে সঙ্গী হাসান ইমামের গলা, ‘ভাইয়া, দেখেন দেখেন...।’ সামনে তাকাতেই দেখি দিগন্তজুড়ে হাওরের পানি লালে লাল। একটু খেয়াল করতেই চোখে পড়ল আশ্চর্য এক সূর্যাস্ত। আকাশে মেঘ ছিল। ডুবে যাওয়া সূর্যের লাল-সোনালি-হলুদ আলো লেজার রশ্মির মতো একেকটা রেখা ছড়িয়ে পড়েছে আকাশজুড়ে। দূরে ইটভাটা আর বৈদ্যুতিক খুঁটিগুলোর কালো কায়া এই সূর্যাস্তকে যেন আরও গাঢ় করে দিয়েছে।
খালিয়াজুরী বাজার থেকে ৩১ আগস্ট নৌকা ছাড়ার পর থেকেই দূরে নীল পাহাড়, ঝাপসা। ঘণ্টা আড়াই পরে লেপসিয়া বাজার। এখানে নেত্রকোনা জেলার পাট চুকাল। দূরে নীল পাহাড়ের কোলে যে টাঙ্গুয়ার হাওর, সেটা
ফোন শেষ করে আমাদের বলেন, ‘চলেন, ওই পাহাড়ের গোড়াত যাইয়াম।’
‘ঠিক আছে, চলেন। তবে কেউ থামতে বললে আর আগাবেন না।’
কারণ পাহাড়গুলো ভারতের সীমানায়। মেঘালয়ের গারো পাহাড়। পাহাড়ের গোড়া ছুঁয়ে ধরি ফিরতি পথ। যাব সুনামগঞ্জের তাহিরপুর। টাঙ্গুয়ার হাওরে সূর্য ডুবছে পাহাড়ের উল্টোদিকে। ডুবন্ত সূর্য নিয়ে ক্যামেরার শাটারে ব্যস্ত আঙুল। কেন যেন মনে হলো—আচ্ছা, পাহাড়ের দিকে তাকাই তো! ঘুরে তাকাতেই দেখি নীল পাহাড়ের ডগায় তুলো তুলো মেঘদলে গোলাপি আভা। ক্লিক ক্লিক ক্লিক...। শাটার না টিপে তো উপায় নেই!
১ সেপ্টেম্বর যেন স্বপ্নের যাত্রা। তাহিরপুর থেকে সুনামগঞ্জের দিরাই। দিরাইয়ের উজানধল গ্রামে বাউল শাহ আবদুল করিমের বাড়ি। সেখানে যেতেই হবে। শনির হাওর হয়ে যেতে হয় দিরাই—জানা গেল এমনটাই। ঘণ্টা দুয়েক চলার পর আমরা পড়লাম সুরমা নদীতে। তারও কিছু পর পথ হারালাম। নেত্রকোনার লেপসিয়া বাজারের পর আর কোনো অভিজ্ঞতাই নেই আমাদের মাঝিদের। আর কয়েকটা নদী, হাওর-বিল পেরিয়ে দিরাই পুরাতন লঞ্চঘাটে পৌঁছালাম সন্ধ্যার আগে আগে। রিকশায় কলেজঘাট, এখানে বারারা বলদমারা বিল। ছোট একটা নৌকা নিয়ে আমরা চললাম কালনী নদীর দিকে, উজানধলের পানে। সময় তখন সন্ধ্যা ছুঁইছুঁই। বিলের পানিতে আরেকটি সূযাস্ত। ছোট ছোট গ্রামকে রাঙানো মায়াবি এক সূর্যাস্ত।
মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে।’
সূর্যাস্তের এমন রূপ দেওয়ানা করার জন্য যথেষ্টই বটে।
২ সেপ্টেম্বর হাওরে শেষ সূর্যাস্ত। দিরাই থেকে হবিগঞ্চের আজমিরিগঞ্জ, লাখাই হয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম। সূর্যাস্তের সময়টায় ঢুকে গেছি অষ্টগ্রাম উপজেলার হাওরে। এখানে সূর্য ডুবল জলে ভাসা ছোট ছোট গ্রামে। একেবারে টকটকে লাল। হঠাৎই পড়লাম খুদে খুদে পোকার খপ্পরে। অসংখ্য পোকা কানে ঢুকছে, নাকে ঢুকছে। স্থির থাকাই কষ্টকর। আর ওদিকে প্রকৃতি পুরোটাই লাল। নৌকা চলমান, গ্রামগুলোও চলছে। আর বড় থালাটাও ঝাপ দিচ্ছে হাওরের বিস্তৃত জলে। যেন পারফেক্ট ডাইভ।