শুধু যুক্তরাষ্ট্রেই ১০ কোটির বেশি মানুষ উপভোগ করেন এই অনুষ্ঠান, যা কিনা বছরের সর্বোচ্চ টিভি ভিউয়ারশিপের একটি। গত বছর ব্রুনো মার্সের পরিবেশনা এখন পর্যন্ত সবচেয়ে বেশি, ১১ দশমিক ৫৩ কোটি দর্শক দেখেছে টিভিতে।
তবে এ বছর ঘোষণার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে সুপার বৌল হাফটাইম শোয়ের জন্য নতুন এক ধারা; তারুণ্যের সঙ্গে পুরোনো দিনের মিশেল। গত বছর ব্রুনো মার্সের সঙ্গে পারফর্ম করে ফাঙ্ক রক ব্যান্ড রেড হট চিলি পেপার্স। তার আগে বিয়োন্স নোয়েলসের সঙ্গে ছিল তাঁর নব্বই দশকের গ্রুপ ডেস্টিনিজ চাইল্ড, আর ২০১২ সালে একদিকে যেমন ছিল নিকি মিনাজ আর এমআইএ, অন্যদিকে ম্যাডোনা আর সিলো গ্রিনের মতো নব্বই দশকের তারকারা। সেই ধারাতেই এবার হালের সেনসেশন পেরির সঙ্গে স্টেজ মাতাবেন রেট্রো ঘরানার ক্রাভিৎজ।
৪৯তম সুপার বৌল অনুষ্ঠিত হবে গ্লেনডেল, অ্যারিজোনার ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়ামে, ১ ফেব্রুয়ারি।