গরম পড়েছে যেমন, তার প্রভাব চুলের স্টাইলেও তো দেখা যাবেই। যাঁরা লম্বা চুল সামলাতে হিমশিম খাচ্ছেন অথবা ভাবছেন ছোট চুলটা শুধু সুবিধার জন্য, ফ্যাশনেবল মোটেও নয়। এই দুই দলের জন্যই সুখবর। এ বছর চুলের স্টাইলের ট্রেন্ড হলো লং বব। তবে কেজো ঢঙের বব কাট নয়, নানা স্টাইলে সাজাতে পারবেন এই ধাঁচে কাটা চুল। সংগীতশিল্পী টেইলর সুইফট থেকে শুরু করে মডেল কিম কারদাশিয়ান, অভিনয়শিল্পী রিজ উইদারস্পুন থেকে জেসিকা অ্যালবা—অনেক হলিউড তারকাকেই দেখা যাচ্ছে এই কাটে। তবে তাঁদের লুকে দেখা যাচ্ছে বৈচিত্র্য। কাট সেই একই, সাজিয়ে রাখা হচ্ছে ভিন্ন ভিন্ন ঢঙে।
হেয়ারোবিক্সের
রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন জানালেন, এখন বব কাটে চুলগুলোকে একদম সমান না
রেখে কয়েকটি ধাপ বা লেয়ার রাখা হয়। বব কাটে বর্তমানে এসেছে নানা রূপান্তর,
সামার ববে পেছনের চুল খাটো রেখে সামনের দিকের চুলগুলো লম্বা রাখা হয় এবং
একটু তেরছাভাবে কাটা হয়। শর্ট শ্যাগে আবার অনেকগুলো লেয়ার থাকে। এই কাটে
চুলের এলোমেলো ভাবের সৌন্দর্য ফুটে ওঠে। পিক্সি কাটও ববের আরেকটি ধরন।
শর্ট শ্যাগ ও পিক্সি কাটে চুল ঘাড় পর্যন্ত নামে। ক্লাসিক ববে সামনে
ব্যাংগস রাখা হয় এবং নিচের দিকের চুলগুলো কখনো সমান, কখনোবা বাঁকা করে
কাটা হয়। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে এই কাটে দেখা যায়।
তানজিমা
শারমিন বলেন, আগে সাধারণত ছোটদেরকেই এভাবে চুল কেটে দেওয়া হতো। এখন এটি
নিজের বয়স, ব্যক্তিত্ব এবং মুখের গড়নের সঙ্গে মিল রেখে নানা আঙ্গিকে
যেকোনো বয়সী মেয়েরাই নিতে পারেন। যাঁদের কপাল বড় তাঁরা সামার বব বেছে
নিতে পারেন। এই কাটে ব্যাংগস রাখা হয়, ফলে সামনের চুলগুলো এক পাশে সিঁথি
করে রাখলে ভালো দেখাবে। চুলের কাট কেমন হলে মানাবে—এই প্রশ্নে গলার
উচ্চতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যোগ করেন তিনি। গলা লম্বা হলে ববে কয়েকটি
লেয়ার রাখলে ভালো লাগবে, খাটো হলে মানাবে ক্লাসিক ববে।
কেউ
চাইলে এই বব কাটে চুলগুলো সোজা রাখতে পারেন। ঢেউ খেলানো বা নিচের দিকে
সামান্য স্পাইরাল করে নিলেও লুকে নতুনত্ব আসবে। কথা হলো রূপবিশেষজ্ঞ
ফারজানা মুন্নীর সঙ্গে। আরাম এবং সময়স্বল্পতা—এই দুয়ের কথা চিন্তা করে এ
সময় অনেকে চুল ছোট করে কেটে রাখছেন। বড় চুলের যত্নআত্তিতে যে পরিমাণ সময়
দিতে হবে, বব কাটে তার প্রয়োজন নেই। তা ছাড়া এটি দারুণ স্টাইলিশও বটে,
বললেন তিনি। মুখের গড়ন ভারী হলে সামনে লেয়ার রেখে বব কাটলে ভালো লাগবে।
এক পাশের চুল ছোট, আরেক পাশে লম্বা রেখেও ইদানীং এই কাট দেওয়া হচ্ছে। যে
পাশে সিঁথি করা হবে, সে পাশের লেয়ারের দৈর্ঘ্য লম্বা রেখে শেষের ধার চোখা
করে কাটার চলও নজরে পড়ছে এখন, জানালেন ফারজানা মুন্নী। তিনি আরও বলেন, এ
ধরনের কাটে চুল ছেড়ে রেখে সুন্দরভাবে সেট করে নিলেই ভালো দেখাবে। বব
কাটের সঙ্গে চুল রং করার ক্ষেত্রে হাইলাইট অথবা এক্সটেনশন করা যেতে পারে।
অনেকে সবুজ, লাল, গোলাপি—এই রংগুলো দিয়েও হাইলাইট করাচ্ছেন। তবে পুরো
মাথাজুড়ে নয়, অল্প কিছু চুলের গোছাতেই এমন হাইলাইট করা হচ্ছে। পেশাজীবীদের
কর্মক্ষেত্রের পরিবেশ বিবেচনা করে মানানসই একটি শেডের রং ব্যবহার করার
পরামর্শ দেন তিনি।