Media news - তারকা তদবির!

তারকা তদবির!
টাইমস অব ইন্ডিয়ায় এক সাক্ষাত্কারে জয়া আহসান বিশ্বকাপে ভারতকে সাপোর্ট করায় দেশিয় মিডিয়ায় সমালোচিত হয়েছেন। তবে শুধু জয়া একা নন। নানা উপায়ে কলকাতা ও মুম্বাই নির্মাতাদের খুশি করার প্রক্রিয়ায় রয়েছেন এখন এদেশের একাধিক নির্মাতা অভিনেত্রী। যেমন এদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমা এখন কলকাতার কিছু ছবি পাবার আশায় চেষ্টা চালাচ্ছেন টলিউডপাড়ায়। এর আগে এক অর্বাচীন নির্মাতা ওপার বাংলার তারকাকে নিজের ছবিতে নেবার চেষ্টা করলেন বেশ কিছুদিন। আর এই কাজে প্রধান সহযোগী হিসেবে কাজ করছেন এখন বাশারুল ইসলাম মুন্না। কলকাতায় এই বাংলাদেশি মিডিয়া কর্মী দুই বাংলার তারকাদের নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশ করে হৈ চৈ ফেলে দিয়েছেন। সম্প্রতি বেশ ঘটা করেই মুন্না আয়োজন করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের ক্যারিয়ারের যুগপূর্তি উত্সব। পাশাপাশি দুই বাংলার তারকাদের নিয়েও আঁটছেন বেশ কিছু নতুন পরিকল্পনা। তবে এর বাইরে দেশিয় তারকাদের নানা বায়না মুন্নাকে শুনতে হচ্ছে আজকাল। আর তা হলো ‘মুন্না ভাই, যে করেই হোক কলকাতার ভালো একটি ব্যানারে আমাকে কাস্ট করিয়ে দিন প্লিজ।’ শাকিব থেকে শুরু করে হাল আমলের বেশ ক’জন নায়ক-নায়িকা রয়েছে এই তদবিরের সারিতে। তবে তদবিরগুলোর ফলাফল এখনও জানা যায়নি! ওপরের ছবিটি কোয়েলের ক্যারিয়ারের যুগপূর্তির ইভেন্টের ছবি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts