Media news - গ্র্যামি আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ হ্যারিসন

জর্জ হ্যারিসন
গ্র্যামি ২০১৫ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন বিটলস তারকা প্রয়াত জর্জ হ্যারিসন। গ্র্যামির ৫৭তম আসর বসবে আগামী ৭ ফেব্রুয়ারি। এর এক দিন আগে এক অনুষ্ঠানে তাঁকে সম্মাননা জানানো হবে।
প্রখ্যাত গিটারিস্ট ও গায়ক বাডি গাই, পপ ব্যান্ডদল বি জিসও আজীবন সম্মাননা পাচ্ছে রেকর্ডিং একাডেমির কাছ থেকে। আরও সম্মাননা পাচ্ছেন কান্ট্রি মিউজিক ব্যান্ডদল লুভিন ব্রাদার্সের দুই সদস্য ইরা লুভিন ও চার্লি লুভিন, জ্যাজ স্যাক্সোফোনবাদক ওয়েইন শর্টার প্রমুখ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে রোলিংস্টোন ডটকম।
এ প্রসঙ্গে রেকর্ডিং একাডেমির প্রেসিডেন্ট ও সিইও নেইল পোর্টনাও বলেন, ‘এ বছর অসাধারণ কয়েকজন সৃষ্টিশীল মানুষকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা। আমাদের সংস্কৃতি ও ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁরা। তাঁদের মতো প্রতিভাবান দিকপালদের সম্মাননা জানানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত। তাঁদের অতুলনীয় কাজ কালের সীমারেখাকে অতিক্রম করেছে। প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে তাঁদের সৃষ্টি।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts