Media news - মুক্তি পাচ্ছে কাজী রাজুর ‘হরিযুপিয়া’

মুক্তি পাচ্ছে কাজী রাজুর ‘হরিযুপিয়া’
মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘হরিযুপিয়া’। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজী রাজু। পরিচালনা করেছেন গোলাম মোস্তফা শিমুল। কাজী রাজু জানায়, আগামী ২৭ মার্চ ঢাকার ৫টি হলে ও ঢাকার বাইরে ৮টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে একজন নৃ-তত্ত্ববিদ পুরাকীর্তি খননের সময় কিছু পোড়ামাটির নিদর্শন খুঁজে পায়। সে সব নিদর্শনের মধ্যে ছিল হরিযুপিয়া। শুরু হয় নতুন এক নৃ-তাত্ত্বিক ভ্রমণ। এর মধ্য দিয়ে একে একে উঠে আসে বাঙালির নৃ-তাত্ত্বিক ইতিহাস। এমনই একটি গল্পের প্লট ধরে নির্মাণ হয়েছে ছবিটি। ছবিটি প্রসঙ্গে কাজী রাজু বলেন, ‘ছবির গল্পটি মূলত বুদ্ধিজীবী হত্যাকে কেন্দ্র করে। ৭১-এর অনেক ঘটনা আছে যেগুলো আমাদের জানার বাইরে। এমনই একটি গল্পকে কেন্দ্র করে ছবির কাহিনি। ছবিটি দেখার জন্য দর্শকদের অবশ্যই হলে আসতে বলবো। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts