স্মার্টফোন বা ট্যাব ব্যবহারের অন্যতম সমস্যা হল স্টোরেজ বা ফোনে মেমোরি
ক্যাপাসিটি। আমাদের দেশে বর্তমানে ৩২ বা ৬৪ জিগাবাইট মেমোরি কার্ড পাওয়া
যায়। বেশিরভাগ স্মার্টফোনে চার বা আট জিগাবাইটের বেশি মেমোরি ফোনে থাকে
না। যেটা আমাদের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
তবে এ বছর
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এমডিসি (MDC) স্যানডিস্ক (SanDisk) ঘোষণা করলো
তাদের তৈরি ২০০জিবি মেমোরি কার্ডের কথা। নতুন এ মেমোরি কার্ড যেকোনো
স্মার্টফোনে ব্যবহার করা যাবে। তবে অবশ্যই সেই স্মার্ট ডিভাইসটি
ক্ষমতাসম্পন্ন হতে হবে।
এর আগেও একই সময়ে কোম্পানি সানডিস্ক ১২৮ জিগাবাইট মেমোরি কার্ড বাজারে ছাড়ার ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দেয়।
এই কার্ড ব্যবহার করে প্রতি মিনিটে সর্বোচ্চ ১২০০ হাই রেজুলেশনের ছবি
শেয়ার বা আনা নেয়া করা যাবে। স্যানডিস্ক কোম্পানি এ মেমোরি কার্ডের জন্য ১০
বছরের ওয়ারেন্টি দিচ্ছে। মেমোরি কার্ডটি ধূলা-বালি এবং পানি নিরোধক।