Science and Technology news - আজ থেকে উইমেন টেকমেকারসের আয়োজন

সময়টা কারও কাটে অনলাইনে ...
     
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে উইমেন টেকমেকারস বাংলাদেশ ২০১৫ আয়োজন। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দেশের আটটি শহরে মোট ১২টি অনুষ্ঠান করবে গুগলের স্বেচ্ছাসেবী সংগঠন উইমেন টেকমেকারস। এ আয়োজনের প্রতিপাদ্য হলো যোগাযোগ, উদ্ভাবন এবং উদ্যাপন।
উইমেন টেকমেকারসের অন্যতম প্রধান ফারাহ নাজিফা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, দিনাজপুর, রংপুর, রাজশাহীতে অনুষ্ঠানগুলো পরিচালনা করা হবে। গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকার ব্যবস্থাপক আরিফ নিজামী বলেন, সারা দেশ থেকে নারীদের সংগঠিত করা হবে এবং সারা বছর ধরে প্রযুক্তিতে মেয়েদের দক্ষতা বাড়ানোর কাজ চলতে থাকে।
মাসব্যাপী এ আয়োজনে কর্মশালা ও সেমিনার থাকবে। প্রযুক্তিক্ষেত্রে পেশাজীবন, ফ্রিল্যান্সিং, ব্যবসায়িক উদ্যোগ এবং কর্মজীবন ও উদ্ভাবনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম, ইন্টারনেট, প্রোগ্রামিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে কর্মশালার করা হয়েছে। সেমিনারগুলো পরিচালনা করেন উইমেন টেকমেকারস বাংলাদেশের দুই প্রধান ফারাহ নাজিফা ও রাখশান্দা রুখাম।
এ আয়োজনে সহযোগিতা করছে কখন ডট কম ও বিক্রয় ডট কম।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts