বিশ্বে
ইন্টারনেটে ৩০ প্রভাবশালীর তালিকায় নেতাদের মধ্যে প্রথম অবস্থানে আছেন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর দ্বিতীয় অবস্থানে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন টাইম সাময়িকীর এক জরিপে এতথ্য পাওয়া
গেছে
শুক্রবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক
যোগাযোগের ওয়েবসাইটে কার কত অনুসরণকারী আছেন তার ভিত্তিতে এই তালিকা তৈরি
করা হয়েছে। টুইটার এবং ফেসবুকে মোদীর অনুসরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি
৮০ লাখে। তবে ফেসুবক এবং টুইটারে প্রভাবশালী প্রেসিডেন্ট ওবামা।
এছাড়া যুক্তরাষ্ট্রে ওবামা কেয়ার সংক্রান্ত একটি ভিডিও ৫০ মিলিয়ন বার দেখেছে দর্শকরা।
প্রভাবশালীদের
এই তালিকায় হ্যারি পোটার সিরিজের লেখক জে কে রাউলিং, শিল্পী টেইলর সুইফট,
কিম কারদাশিয়ান, জাস্টিন বিবার, পপ শিল্পী শাকিরাসহ অনেকে আছেন।