World news - ‘একত্রে চেষ্টা করলেই আমরা চিরতরে সন্ত্রাস তাড়াতে পারি’

‘একত্রে চেষ্টা করলেই আমরা চিরতরে সন্ত্রাস তাড়াতে পারি’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লেখা এক চিঠিতে বলেছেন, দিল্লি এবং ইসলামাবাদ একত্রে চেষ্টা করলে তাদের দেশ থেকে সন্ত্রাসকে চিরতরে বিতাড়িত করা সম্ভব। পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষ্যে মোদী গতকাল সোমবার পাক প্রধানমন্ত্রীকে এই চিঠি লেখেন। চিঠিতে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার প্রেক্ষিতে শরিফকে সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরির বার্তা দেন মোদী।
পাক প্রধানমন্ত্রীকে পাঠানো ওই চিঠি প্রসঙ্গে টুইটারে মোদী লেখেন, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটিয়ে ফেলা সম্ভব। কিন্তু তার জন্য চাই হিংসামুক্ত পরিবেশ। আর দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সেই পরিবেশ সৃষ্টি করা সম্ভব। গত সপ্তাহে জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার কথাই মোদী বোঝাতে চেয়েছেন বলে কূটনৈতিক মহলের ধারণা। গত সপ্তাহে পর পর দু’দিন জঙ্গি হামলা চালানো হয় জম্মু-কাশ্মীরে। প্রথম দিন কাঠুয়া থানায় হামলা চালায় জঙ্গিরা। পর দিন সাম্বার সেনা ছাউনিকে নিশানা করে জঙ্গিরা। দু’টি ঘটনার পিছনেই পাক মদত পুষ্ট জঙ্গিদের হাত ছিল বলে ভারতের গোয়েন্দারা দাবি করেছে।
১৯৪০ সালের ২৩ মার্চ সর্বভারতীয় মুসলিম লীগের তিন দিনব্যাপী সাধারণ সভায় ব্রিটিশ-ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল নিয়ে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেন তত্কালীন বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক। এই প্রস্তাব ‘লাহোর প্রস্তাব’ নামে পরিচিত। এরপর ১৯৪৭ সালে স্বাধীনতা প্রাপ্তির পর থেকে প্রতি বছর লাহোর প্রস্তাবের এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে পাকিস্তান। জাতীয় দিবসকে কেন্দ্র করে সোমবার সাত বছর পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনা কুচকাওয়াজের আয়োজন করা হয়। এই কুচকাওয়াজে সামরিক সরঞ্জামসহ দেশটির তিন বাহিনীর সদস্যরা অংশ নেয়। কুচকাওয়াজে দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তিন বাহিনীর প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts