World news - যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে আড়ি পেতেছে ইসরাইল

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে আড়ি পেতেছে ইসরাইল
ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী ‘কয়েক সপ্তাহের’ মধ্যেই একটি চুক্তি সই হতে পারে বলে যখন আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, তখন ওয়াশিংটন-তেহরানের মধ্যে সংলাপে আড়ি পাতার অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা তৈরী হয়েছে। তবে ইসরাইলের পক্ষ থেকে দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল ওয়াশিংটনের দায়িত্বশীল কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরাইলের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগটি প্রকাশ্যে আনে। পত্রিকার রিপোর্টে আরো বলা হয়, ওয়াশিংটন বিষয়টি নিয়ে চরম ক্ষুব্ধ হয়ে আছে। প্রতিবেদন অনুসারে, ইসরাইল গত বছর থেকেই মার্কিন, ইউরোপীয় এবং ইরানি কূটনীতিকদের মধ্যকার সংলাপে আড়ি পাতা শুরু করে। এভাবে দেশটি বেশ কিছু তথ্যও যোগাড় করতে সক্ষম হয়েছে। কূটনীতিকদের মধ্যকার রুদ্ধদ্বার বৈঠকে হওয়া কথপোকথন যখন ইসরাইলি কর্মকর্তারা উদ্ধৃতি দেয়া শুরু করেন তখনই ওয়াশিংটন সন্দেহ প্রকাশ করে যে নিশ্চয় আড়ি পেতে এসব সংলাপ সংগ্রহ করা হচ্ছে। উল্লেখ্য, ৩১ মার্চের মধ্যে পরমাণু ইস্যুতে একটি কাঠামোগত চুক্তি করতে ইরান ও ছয় জাতির (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি) আলোচনা চলছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts