Science and Technology news - পেইজা ই-ওয়ালেটে যুক্ত হলো বাংলাদেশি টাকা

পেইজা ই-ওয়ালেটে যুক্ত হলো বাংলাদেশি টাকা
অনলাইন লেনদেনের জনপ্রিয় পেমেন্ট সিস্টেম পেইজার ই-ওয়ালেটে এবারে আরও ২২টি মুদ্রার সাথে যুক্ত হলো বাংলাদেশি টাকা। এর ফলে এখন থেকে পেইজার মাধ্যমেই বাংলাদেশি টাকা জমা, উত্তোলন কিংবা অনলাইন কেনাকাটায় বাংলাদেশি টাকায় মূল্য পরিশোধের সুযোগ তৈরি হলো। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এবং পেইজার যৌথ প্রচেষ্টায় এই সুবিধাটি যুক্ত হয়েছে। ফলে এখন এফ-কমার্স বা ই-কমার্সের যেকোনো সাইটে বাংলাদেশি টাকায় লেনদেন করা যাবে। এ ছাড়া পেইজা অ্যাকাউন্টধারীরাও বিনামূল্যে পেইজা অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। ডেস্কটপে ওয়েবসাইটের মাধ্যমে ছাড়াও মোবাইল ডিভাইস থেকেও সরাসরি ব্যবহার করা যাবে পেইজা ই-ওয়ালেট।­
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts