World news - ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হতে বেশি দেরি নেই : ওবামা

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হতে বেশি দেরি নেই : ওবামা
ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী ‘কয়েক সপ্তাহের’ মধ্যেই একটি চুক্তি সই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ‘হাফিংটন পোস্ট’ পত্রিকায় দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, কয়েক মাস নয়,বরং  কয়েক সপ্তাহের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
কিন্তু ছয় জাতির (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি) সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান এখনো প্রয়োজনীয় ছাড় দেয়নি বলে উল্লেখ করেন ওবামা। তবে ওবামা এও বলেন যে, কয়েকটি বিষয়ে আলোচনায় ইতিবাচক পরিবর্তন আসায় চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এসময় তিনি সতর্ক করে আরো বলেন, সংশ্লিষ্ট সব বিষয় নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত কোনো চুক্তি হওয়ার কথা আগেভাগেই বলা যাচ্ছে না। ৩১ মার্চের মধ্যেই একটি কাঠামোগত চুক্তি করতে ইরান ও ছয় জাতির আলোচনা চলছে। বিষয়টি নিয়ে ইসরাইলের   সঙ্গে যুক্তরাষ্ট্রের  কুটনৈতিক দ্বন্দ্ব তৈরী হয়েছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts