World news - ভূতের আগুন!

ভূতের আগুন!
বিস্ময়কর বটে। ঘরের মধ্যে হঠাত্ করে জ্বলে উঠছে আগুন। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে কখনও ফ্রিজ, কখনও আলমারি, আবার কখনও বিছানা। আর এই ভুতুড়ে কাণ্ড ঘটছে খোদ কলকাতার নিউ আলিপূরের স্বপ্না অ্যাপার্টমেন্টে। এই ফ্ল্যাটেরই চার তলায় ঘটে চলেছে একের পর এক বিস্ময়কর ঘটনা।
ঘটনার সূত্রপাত পনেরো দিন  আগে। ফ্রিজের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন পরিবারের এক সদস্য। ফ্রিজ খুলে দেখা যায় দাউ দাউ করে জ্বলছে আগুন। ডাকা হয় ইলেকট্রিশিয়ান। তবে ইলেকট্রিক লাইনে কোনও গোলোযোগ নেই। ফ্রিজের সুইচ অন করার পর ঠিকই চলা শুরু করল। তারপর থেকে প্রায়ই ঘরের নানা আসবাবে আচমকাই ধরে যাচ্ছে আগুন। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত ফ্যাটের বাসিন্দারা। তাদের দাবি, ভৌতিক কিছু একটা ঘটছে। সবার প্রশ্ন -কী ব্যাখ্যা হতে পারে এই ঘটনার। উত্তর দিতে পারেনি এখনো পর্যন্ত কেউ।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts