World news - দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইয়েমেন

দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইয়েমেন
সিরিয়া, ইরাক এবং লিবিয়ার মত, ইয়েমেনও একটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের দূত। নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে জামাল বেনওমর জানান, শিয়া মুসলমান হুতি বিদ্রোহীরা পুরো দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না। বেনওমর বলেছেন যে, এটা ভাবা ভুল হবে যে হুতিরা পুরো দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চল দখল করে নিতে সমর্থ হবে। আবার সেই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দু রাব্বু মানসুর হাদি ক্ষমতা পুনর্দখল করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগাড় করতে সমর্থ হবেন, সেটিও পুরোপুরি ভুল। ফলে দু’পক্ষের মধ্যকার সংঘাত বাড়বে এবং তা দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত রবিবার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দু রাব্বু মানসুরের সমর্থনে একটি বিবৃতি দেয়। বিবৃতিতে সকল পক্ষকে প্রেসিডেন্টের আইনগত ক্ষমতা এবং ইয়েমেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সংহতিকে খর্ব করে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়। দেশটিতে সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে রবিবার এক জরুরি বৈঠক বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এরআগে প্রেসিডেন্ট মানসুর হাদি ইয়েমেনের সংবিধানকে সমুন্নত রাখতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান। এর আগে হুতি গোষ্ঠী দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ শহরের নিয়ন্ত্রণ নেয়। প্রেসিডেন্ট আব্দু রাব্বু মানসুর হাদির বিপক্ষে শক্তি অর্জনের অংশ হিসেবে হুতি বিদ্রোহীরা এই শহরটির দখল নেয়।
প্রেসিডেন্ট হাদি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে পালিয়ে এখন দেশটির দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছেন। তিনি ইরানের সহায়তায় বিদ্রোহীদের তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর জন্য দায়ী করেন।

-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts