অনলাইনে
হাইওয়ে চেস গেমটি খেলার প্রতিযোগিতা শুরু করেছে গেমটির নির্মাতা
প্রতিষ্ঠান রাইজ আপ ল্যাবস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঘরে বসেই গেম খেলার
সুযোগ পাবেন। প্রতিযোগিতার বিজয়ী পাবেন স্মার্টফোন উপহার। এ ছাড়াও
প্রতিদিন পুরস্কার জেতার সুযোগও রয়েছে।
মোবাইলে বাংলাদেশি মজার গেম ‘হাইওয়ে চেস’রাইজ আপ ল্যাবস কর্তৃপক্ষ জানিয়েছে, গেম খেলার এই প্রতিযোগিতা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। গেম খেলার নিয়ম সম্পর্কে জানা যাবে ফেসবুক পেজে। গেমটি খেলার জন্য মোবাইলে ডাউনলোড করতে হবে। প্রতিদিন যাঁরা ৩০০ এর বেশি স্কোর করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। গেমটির লিংক (http://www.riseuplabs.com/products/highway-chase)
মোবাইলে বাংলাদেশি মজার গেম ‘হাইওয়ে চেস’রাইজ আপ ল্যাবস কর্তৃপক্ষ জানিয়েছে, গেম খেলার এই প্রতিযোগিতা ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। গেম খেলার নিয়ম সম্পর্কে জানা যাবে ফেসবুক পেজে। গেমটি খেলার জন্য মোবাইলে ডাউনলোড করতে হবে। প্রতিদিন যাঁরা ৩০০ এর বেশি স্কোর করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। গেমটির লিংক (http://www.riseuplabs.com/products/highway-chase)
মোবাইলে বাংলাদেশি মজার গেম ‘হাইওয়ে চেস’