মুখপাত্র মাকফুদ জানান, আচেহ’র উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকা থেকে অর্ধনগ্ন অবস্থায় এ দুই সৈন্যের লাশ উদ্ধার করা হয়। সেখানে তাদের লাশ মুখ থুবড়ে পড়ে থাকাবস্থায় ছিল। তাদের একজনের হাত পিঠমোড়া করে বাঁধা ছিল।
মাকফুদ এএফপিকে বলেন, যেখান থেকে এ দুই সৈন্যকে অপহরণ করা হয়েছিল সেখানে পাশের একটি জঙ্গল থেকে আজ সকালে কর্তৃপক্ষ তাদের লাশ উদ্ধার করে।
পুলিশ এ হত্যার উদ্দেশ্য এখন পর্যন্ত জানতে বা বন্দকধারীদের সনাক্ত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আচেহ প্রদেশে সাবেক বিদ্রোহীদের ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ফেরার সময় বন্দুকধারীদের একটি গ্রুপ এ দুই সৈন্যের ওপর অতর্কিতে হামলা চালায় ।
এ ঘটনার কিছু সময় পর তাদের ব্যবহৃত গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়