World news - ইন্দোনেশিয়ায় ২ সেনা গোয়েন্দা কর্মকর্তা নিহত

ইন্দোনেশিয়ায় ২ সেনা গোয়েন্দা কর্মকর্তা নিহত
ইন্দোনেশিয়ার দুই গোয়েন্দা কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। দেশের পশ্চিমাঞ্চলের সাবেক বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি আচেহ প্রদেশে বন্দুকধারীদের হাতে অপহৃত হওয়ার একদিন পর তাদের লাশ উদ্ধার করা হলো। সামরিক মুখপাত্র একথা জানান।
মুখপাত্র মাকফুদ জানান, আচেহ’র উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকা থেকে অর্ধনগ্ন অবস্থায় এ দুই সৈন্যের লাশ উদ্ধার করা হয়। সেখানে তাদের লাশ মুখ থুবড়ে পড়ে থাকাবস্থায় ছিল। তাদের একজনের হাত পিঠমোড়া করে বাঁধা ছিল।
মাকফুদ এএফপিকে বলেন, যেখান থেকে এ দুই সৈন্যকে অপহরণ করা হয়েছিল সেখানে পাশের একটি জঙ্গল থেকে আজ সকালে কর্তৃপক্ষ তাদের লাশ উদ্ধার করে।
পুলিশ এ হত্যার উদ্দেশ্য এখন পর্যন্ত জানতে বা বন্দকধারীদের সনাক্ত করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আচেহ প্রদেশে সাবেক বিদ্রোহীদের ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ফেরার সময় বন্দুকধারীদের একটি গ্রুপ এ দুই সৈন্যের ওপর অতর্কিতে হামলা চালায় ।
এ ঘটনার কিছু সময় পর তাদের ব্যবহৃত গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts