Science and Technology news - রেজিং থান্ডার ২

.
রেসিং গেম খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রেসিং গেমের ভক্ত হোন আর না–ই হোন, রেজিং থান্ডার ২ আপনাকে দেবে দারুণ সব রোমাঞ্চকর অনুভূতি, যা আগে হয়তো ভাবতেও পারেননি।
রেজিং থান্ডার ২ গেমে ব্যবহার করা হয়েছে পরিত্যক্ত মন্দির, যা রোমাঞ্চ বাড়িয়ে দেবে কয়েকগুণ। সঙ্গে পাওয়া যাবে গ্রীষ্মকালীন সৈকতের আবহাওয়া থেকে তুষারাবৃত পর্বতের ছোঁয়া।

..রেজিং থান্ডার ২–এর বড় সুবিধা হচ্ছে কম রেজ্যুলেশন বা কম দামের স্মার্টফোনেও এটি ভালোভাবে চলে। গেমটি খেলাও খুব সহজ। কয়েকটা মোডে গেমটি খেলা যায়। মাল্টি মোড চালু করে খেলতে লাগবে ইন্টারনেট সংযোগ।
ক্যারিয়ার মোডের পাশাপাশি যদি প্রথমেই হুলস্থুল রেসিং শুরু করতে চান তবে রয়েছে ইনস্ট্যান্ট রেসিং মোড। আপনি যদি গাড়ির স্টিয়ারিং হুইলের মতো মোবাইল ফোন দিয়েই গাড়ি চালাতে পছন্দ করেন তাহলে এই গেম যতবারই খেলবেন ততবারই ভালো লাগবে। শুরুর দিকে একটু–আধটু ধাক্কা খেতে পারেন। আরকেড মোডে খেললে গেমের সব ধাপ শেষ করতে হবে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই।
গেম নামাতে...
গেমটির আকার ২০ মেগাবাইট। বাড়তি কোনো ফাইল নামাতে হয় না।
নামানোর ঠিকানা:
অ্যান্ড্রয়েড:  http://goo.gl/uLU31iআইওএস: http://goo.gl/pPEj5H
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts