নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মোবাইল গেমটি উন্মুক্ত করার তথ্য প্রকাশ করেছেন লোহান।
লোহান
তাঁর অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছেন, ‘দ্য প্রাইস অব ফেম নামে একটি মোবাইল
গেম তৈরি করেছি। এ গেমে আপনাকে একজন তারকা সাজতে হবে। নিজের ফ্যাশন ঠিক
করতে হবে এবং ভক্ত বাড়াতে হবে। আইপ্যাড ও অ্যান্ড্রয়েডচালিত ট্যাব ও
মোবাইলে গেমটি খেলা যাবে।’
গেমটি বিনা মূল্যে খেলা যাবে। কিন্তু বিভিন্ন স্তর পার করার সময় আ আপগ্রেড করার সময় বিভিন্ন পণ্য কেনার সুবিধাও থাকবে।
এর
আগে কিম কারদাশিয়ানও নিজেকে নিয়ে ‘কিম কারদাশিয়ান: হলিউড’ নামে এ ধরনের
একটি গেম তৈরি করেছিলেন যা থেকে প্রথম তিন মাসেই চার কোটি ৩০ লাখ ডলার আয়
হয়েছিল।