Science and Technology news - লিন্ডসে লোহানের মোবাইল গেম!

লিন্ডসে লোহানস প্রাইস অব ফেস
অঘটন ঘটনপটিয়সী তারকা হিসেবেই পরিচিতি লিন্ডসে লোহানের। লিন্ডসে এবার ভক্তদের জন্য উন্মুক্ত করেছেন তারকার জীবনযাপন নিয়ে খেলার উপযোগী মোবাইল গেম ‘লিন্ডসে লোহানস দ্য প্রাইস অব ফেম’।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে মোবাইল গেমটি উন্মুক্ত করার তথ্য প্রকাশ করেছেন লোহান।

লোহান তাঁর অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছেন, ‘দ্য প্রাইস অব ফেম নামে একটি মোবাইল গেম তৈরি করেছি। এ গেমে আপনাকে একজন তারকা সাজতে হবে। নিজের ফ্যাশন ঠিক করতে হবে এবং ভক্ত বাড়াতে হবে। আইপ্যাড ও অ্যান্ড্রয়েডচালিত ট্যাব ও মোবাইলে গেমটি খেলা যাবে।’

গেমটি বিনা মূল্যে খেলা যাবে। কিন্তু বিভিন্ন স্তর পার করার সময় আ আপগ্রেড করার সময় বিভিন্ন পণ্য কেনার সুবিধাও থাকবে।

এর আগে কিম কারদাশিয়ানও নিজেকে নিয়ে ‘কিম কারদাশিয়ান: হলিউড’ নামে এ ধরনের একটি গেম তৈরি করেছিলেন যা থেকে প্রথম তিন মাসেই চার কোটি ৩০ লাখ ডলার আয় হয়েছিল।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts