উপজেলার ওহেদপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ওহেদপুর বিওপির কমান্ডার জানান, গত রবিবার উপজেলার পাকা ইউনিয়নের জামাইপাড়া গ্রামের তরিকুল আলম (৩৫) ওহেদপুর বিওপির পিলার এলাকা থেকে ভারতের ৩ কি. মি. অভ্যন্তরে ভারতের চাঁদনীচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা তরিকুলকে লক্ষ্য করে গুলি করলে সে জখম হয়ে পালিয়ে আসে এবং ওই রাতেই নিজ বাড়িতে তিনি মারা যান। এলাকাবাসী জানান, তরিকুলসহ ৬ জন প্রায় একমাস আগে ব্যবসায়ের কাজে চোরাইপথে ভারতে যায় এবং গত রবিবার চাঁদনীচক ক্যাম্প এলাকা দিয়ে অবৈধপথে ফেরার পথে বিএসএফ সদস্যরা রাবার বুলেট নিক্ষেপ করলে তরিকুল আহত হয়ে রাতে মারা যান। ঘটনাটি বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ওহেদপুর বিওপির কমান্ডার জানান, গত রবিবার উপজেলার পাকা ইউনিয়নের জামাইপাড়া গ্রামের তরিকুল আলম (৩৫) ওহেদপুর বিওপির পিলার এলাকা থেকে ভারতের ৩ কি. মি. অভ্যন্তরে ভারতের চাঁদনীচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা তরিকুলকে লক্ষ্য করে গুলি করলে সে জখম হয়ে পালিয়ে আসে এবং ওই রাতেই নিজ বাড়িতে তিনি মারা যান। এলাকাবাসী জানান, তরিকুলসহ ৬ জন প্রায় একমাস আগে ব্যবসায়ের কাজে চোরাইপথে ভারতে যায় এবং গত রবিবার চাঁদনীচক ক্যাম্প এলাকা দিয়ে অবৈধপথে ফেরার পথে বিএসএফ সদস্যরা রাবার বুলেট নিক্ষেপ করলে তরিকুল আহত হয়ে রাতে মারা যান। ঘটনাটি বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।