Science and Technology news - ফেসবুক মার্কেটিং নিয়ে ই-ক্যাবের কর্মশালা অনুষ্ঠিত

ফেসবুক মার্কেটিং নিয়ে ই-ক্যাবের কর্মশালা অনুষ্ঠিত
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আয়োজনে সমম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রেপড অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ‘ওয়ার্কশপ অন ফেসবুক মার্কেটিং ফর ই-কমার্স’ শীর্ষক এক কর্মশালা। ই-কমার্সের প্রসারে কী করে ফেসবুক মার্কেটিংকে কাজে লাগানো যায়, তা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন অনলাইন মার্কেটিং এজেন্সি E4T 360-এর প্রতিষ্ঠাতা ও সিইও তাসদীখ হাবিব আবির। ই-ক্যাব ডিরেক্টর (কমিউনিকেশন্স) আসিফ আহনাফের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন ই-ক্যাব ব্লগের লেখক জাহাঙ্গীর আলম শোভন, ই-কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও বিপ্লব ঘোষ, টি-জোনের চিফ মার্কেটিং অফিসার মাহাবুবুর রহমান আরমান এবং ওয়ালেটমিক্স লিমিটেডের সিইও হুমায়ুন কবির। অনুষ্ঠানে বক্তারা জানান, ফেসবুক এখন মার্কেটিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাই ই-কমার্সের জন্য ফেসবুক মার্কেটিংকে সঠিকভাবে ব্যবহার করার প্রতি আহ্বান জানান বক্তারা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts