Science and Technology news - রুফটপ ফ্রেঞ্জি এখন তিন মার্কেটপ্লেসে

রুফটপ ফ্রেঞ্জি গেম তৈরি করেছে রাইজ আপ ল্যাবস
সম্প্রতি গুগল প্লে স্টোর, অ্যাপলের অ্যাপ স্টোর ও আমাজন স্টোরে উন্মুক্ত হয়েছে নতুন গেম ‘রুফটপ ফ্রেঞ্জি’। গেমটি তৈরি করেছে বাংলাদেশের গেম নির্মাতাপ্রতিষ্ঠান রাইজ আপ ল্যাবস। গেম নির্মাতাপ্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, অ্যাকশনপ্রেমী মোবাইল গেমারদের কিছু নতুনত্ব আর মার্শাল আর্টের ছোঁয়া দেবে গেমটি।

‘রুফটপ ফ্রেঞ্জি’ গেমটি খেলতে গেমারকে কুংফু মাস্টারের ভূমিকা নিতে হয়। কুংফু মাস্টার হিসেবে খেলার জন্যই তাঁকে জানতে হবে বিভিন্ন স্টাইলের কম্বো মুভ; যা গেমের শুরুতেই গেমার শিখে নিতে পারবেন। সেটিংস অপশনের মুভ লিস্ট থেকে এই স্টাইলগুলো শেখা যাবে। গেমারকে শত্রু নিনজার আক্রমণ ঠেকাতে নয় স্টাইলের কম্বো মুভ ব্যবহার করতে হবে। কম্বো মুভ যাঁর ভালো আয়ত্তে থাকবে তিনি গেমে বেশি স্কোর করতে পারবেন।

গেম নির্মাতাপ্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ‘রুফটপ ফ্রেঞ্জি’ গেমটির মজার কাহিনি, উন্নতমানের সাউন্ড ইফেক্টস, আকর্ষণীয় গ্রাফিকস ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে।

৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ডে ‘রুফটপ ফ্রেঞ্জি’ গেমটি নিয়ে অংশ নিয়েছিল রাইজ আপ ল্যাবস। এ গেমটির জন্য মোবাইল ইনোভেশন বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।

গেমটির কর্মকর্তা এরশাদুল হক জানিয়েছেন, মোবাইল গেমারদের দেশীয় গেমের প্রতি আকর্ষণ বাড়াতে তৈরি করা হয়েছে রুফটপ ফ্রেঞ্জি নামের এ গেমটি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts