World news - লালুপ্রসাদ যদি এখন মুখ্যমন্ত্রী থাকতেন…

লালুপ্রসাদ যদি এখন মুখ্যমন্ত্রী থাকতেন…
ভারতের বিহারে সম্প্রতি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় গণ নকলের ঘটনায় বিব্রত রাজ্য সরকারের নির্দেশে তিন শতাধিক গ্রেফতার হয়েছে। তাছাড়া ওইসব হলগুলোতে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবাইকে গণবহিষ্কার করা হয়েছে। কিন্তু তারপরেও সমালোচনা এড়াতে পারছে না প্রশাসন। তবে বিহারের বর্তমান প্রশাসনের উদ্দেশে সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ বলেছেন, এতে বিহারবাসীর লজ্জা পাবার কিছু নেই।   নকল করা অপরাধ নয়। তিনি যদি এখন মুখ্যমন্ত্রী থাকতেন তবে সবাইকে বই নিয়ে পরীক্ষার হলে ঢুকতে দিতেন। এতে নাকি কে প্রকৃত ভাল ছাত্র আর কে খারাপ তা পরিস্কার হয়ে যেত। কারণ হিসেবে লালু বলেছেন, ভালো ছাত্রদের বইয়ের এমাথা থেকে ওমাথা পড়া থাকে। তাই প্রশ্ন পাবার সাথে সাথে তারা লেখা শুরু করত। অন্যদিকে যারা পড়াশোনা করেনি তারা বই হাতড়ে উত্তর খুঁজেই তিন ঘন্টা পার করে দিত। খাতায় লিখবে কখন!
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts