Science and Technology news - গিগাবাইটের গেম প্রতিযোগিতা সম্পন্ন

রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আয়োজনে ৬ থেকে ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছে গিগাবাইট গেম প্রতিযোগিতা। ৩৭৩ জন গেমার এতে অংশ নেন। প্রতিযোগিতায় এনএফএস গেমে চ্যাম্পিয়ন হয়েছেন বায়েজিদ বোস্তামী। আর রানারআপ আহমেদ নোমান। ফিফা-১৫ গেমে চ্যাম্পিয়ন বিভাস সোম ও রানারআপ ইমরুল হক।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ, গিগাবাইটের ডিভিশন ডাইরেক্টর, সার্ভিস অ্যান্ড মাকের্টিং সেন্টারের অ্যালান চেন, কান্ট্রি ম্যানেজার অ্যালান সু ও কমপিউটার জগৎ-এর সহকারী সম্পাদক মোহাম্মদ আবদুল হক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় দলগত গেম ‘কাউন্টার স্ট্রাইক গো’তে ড্র করেছে দুই দল। ইভাল্যুয়েশন গেমিং দলে ছিলেন সালমান নূর, সাদাত আল নাইন, তুষার খান, সাইদ শাওন কবির, ইবু খালিদ ও হাসান তওফিক এবং রেড ভ্যাপারস দলে ছিলেন আলিফ রহমান, সিমন মাহদী, মো. তানভীর, রকিব উদ্দীন ও শিহাব ইমতিয়াজ।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts