World news - চাকরি গেল গার্লফ্রেন্ডের কারণে

চাকরি গেল গার্লফ্রেন্ডের কারণে
প্রেমিকাকে খুব ভালোবাসেন নিউ ইয়র্কের যুবক মার্টিন। প্রেমিকার নামের প্রথম অক্ষর এবং বাকি অংশের আরো তিনটি অংশ নিয়ে তিনি থুঁতনিতে ট্যাটু করেছেন। চার অক্ষরের ওই ট্যাটুটি দাঁড়িয়েছে -‘ISIS’ অর্থাত্ আইসিস। ইরাক ও সিরিয়ায় নৃসংসভাবে জঙ্গি তত্পরতা চালানো ইসলামিক স্টেট বা আইএসের সঙ্গে নামটি মিলে যাওয়ায় বিপদে পড়ে গেছেন মার্টিন। আইএসের পুরাতন নাম আইসিস।
মার্টিন একটি বড় প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু এই ট্যাটুর কারণে চাকরি চলে গেছে তার। মার্টিন বলেন, তিনি জানতেন না যে আইসিস নামের একটি বড় জঙ্গি সংগঠন আছে। তাহলে কাজটি করতেন না। তিনি দুঃখ প্রকাশ করে তার চাকরি ফিরিয়ে দিতে অনুরোধ করেছেন কর্তৃপক্ষের কাছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts