Science and Technology news - ফিফা ২০১৫

.পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রীত গেমের নামটি জানেন? ইএ স্পোর্টসের ফিফা ফুটবল গেমটিই পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেম। জনপ্রিয় এই গেম সিরিজের সর্বশেষ সংস্করণ ‘ফিফা-১৫’ চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্লেস্টেশন, এক্সবক্স ও পিসি গেমারদের জন্য এসেছে। এ ছাড়া স্মার্টফোনেও গেমটি বিনা মূল্যে খেলা যাবে। ‘ফিফা-১৫’-কে আরও বেশি আধুনিক করা হয়েছে। যোগ করা হয়েছে নতুন অনেক ফিচার। খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, গোল উদ্যাপন, দর্শকদের মাতামাতিসহ বিভিন্ন ধরনের ‘ইমোশন’ তো থাকছেই, সেই সঙ্গে আছে প্রতিটি দলের খেলোয়াড়দের একে অপরের সঙ্গে মানসিক ভাব প্রকাশের সুবিধা। খেলায় যেকোনো ধরনের ফাউল, রেফারির সিদ্ধান্ত ইত্যাদির বিপরীতে খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব মনোভাবও প্রকাশ করতে পারেন। বাস্তবের মতোই হাতাহাতি, বাজে ফাউলে আহত হওয়ার পর শারীরিক ভঙ্গি, গোল করার পর আনন্দ কিংবা গোল মিস হওয়ার হতাশা আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবর্তন এসেছে খেলার মাঠের পরিবেশেও। গ্যালারিকে করা হয়েছে আগের চেয়ে আরও প্রাণবন্ত। পছন্দের দলের ভালো খেলায় উল্লাস করবে সমর্থকেরা আর খারাপ খেলায় হতাশা প্রকাশ করবে সতীর্থরা।

খেলোয়াড়দের স্কিলড মুভগুলো আরও মসৃণ করা হয়েছে। বল ড্রিবলিং, অন্য খেলোয়াড়দের পাস, সেকেন্ড প্লেয়ার কলিং—এসব হবে আরও নিখুঁত। চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ও আরও নিখুঁত কন্ট্রোলিং—এসবের সমন্বয়ে ফিফা ১৫ সত্যিই এক অসাধারণ গেম।

খেলতে যা লাগবে

ওএস: উইন্ডোজ ৭/৮/৮.১ ৬৪-বিট

প্রসেসর: কোর টু কোয়াড ২.৪ গিগাহার্টজ বা এএমডি ফেনোম কোয়াড কোর

র্যাম: ৪ গিগাবাইট

হার্ডডিস্ক ড্রাইভ: ১৩ গিগাবাইট খালি জায়গা

ভিডিও কার্ড: এটিআই র্যাডন এইচডি ৫৭৭০, এনভিডিয়া জিটিএক্স ৬৫০

ডিরেক্টএক্স: ১১.০
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts