১০ বছরে পা দিয়েছে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। ২১ মার্চ নয় বছর পূর্ণ করেছে জনপ্রিয় এই ওয়েবসাইট। ২০১৪ সালে আট বছর পূর্ণ করে ব্যবহারকারীদের নিজের কিংবা অন্য ব্যবহারকারীদের টুইটারে দেওয়া প্রথম বার্তা (টুইট) দেখার সুযোগ দিয়েছিল কর্তৃপক্ষ। এ সেবাটি এখনো https://discover.twitter.com/first-tweet ঠিকানায় পাওয়া যাবে। ২০০৬ সালের ২১ মার্চ মাত্র ১৪০ শব্দের মধ্যে খুদে ব্লগ লেখার সুবিধা নিয়ে চালু হয় টুইটার। গত বছরের ডিসেম্বরের তথ্য অনুযায়ী, এ ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যের সংখ্যা ৫০ কোটির বেশি, যার মধ্যে সক্রিয় ব্যবহারকারী প্রায় ২৮ কোটি ৪ লাখ।
এ ছাড়া প্রতি মাসে নিয়মিত টুইটার (www.twitter.com) ব্যবহার করেন ২৮
কোটি ৮ লাখের বেশি মানুষ। প্রতিদিন ৫০ কোটি টুইট প্রকাশিত হয় টুইটারে।
সারা বিশ্বের জনপ্রিয় তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রভাবশালী
দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানেরাও নিয়মিত টুইটার ব্যবহার করেন। ২০০৬
সালে প্রথম টুইট প্রকাশ করেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোর্সে। সে
সময় অবশ্য টুইটারের বানান ছিলো Twttr!
টুইটারের প্রধান যোগাযোগ কর্মকর্তা গ্যাব্রিয়াল স্ট্রিকার বলেন, ‘নয় বছরের পূর্তির এ সময়ে আমরা আবারও বলতে চাই, টুইটার এমন একটি মাধ্যম যা সত্যিকার অর্থেই সাধারণ মানুষ ব্যবহার করতে চায়। বিশেষ করে সরাসরি টুইট করা (লাইভ টুইটিং), হ্যাসট্যাগের মতো জনপ্রিয় সেবাগুলো থাকায় দ্রুত এর জনপ্রিয়তা বাড়ছে। আমরা আমাদের ব্যবহারকারীদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং আরও এগিয়ে যেতে চাই।’
টুইটারের প্রধান যোগাযোগ কর্মকর্তা গ্যাব্রিয়াল স্ট্রিকার বলেন, ‘নয় বছরের পূর্তির এ সময়ে আমরা আবারও বলতে চাই, টুইটার এমন একটি মাধ্যম যা সত্যিকার অর্থেই সাধারণ মানুষ ব্যবহার করতে চায়। বিশেষ করে সরাসরি টুইট করা (লাইভ টুইটিং), হ্যাসট্যাগের মতো জনপ্রিয় সেবাগুলো থাকায় দ্রুত এর জনপ্রিয়তা বাড়ছে। আমরা আমাদের ব্যবহারকারীদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং আরও এগিয়ে যেতে চাই।’