গত বছরেই বিয়েটা সেরে ফেলার ঘোষণা দিয়েছিলেন হলিউড অভিনেত্রী জেনিফার
লরেন্স। কাকে বিয়ে করছেন তা নিয়ে ক’দিন জল্পনা-কল্পনাও চললো। কিন্তু বছর
ঘুরতেই সেসব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তবে সম্প্রতি একটি মজার তথ্য দিয়েছেন
এই হলিউড অভিনেত্রী। জানিয়েছেন, বাস্তবে না হোক, কাজের জন্য ঠিকই একজন
স্বামী আছে তার। আর সেই মানুষটি হচ্ছেন তার তিন ছবির সহ-তারকা ব্রাডলি
কুপার।
লরেন্স বলেন, ‘সহকর্মী হিসেবে সে দুর্দান্ত। আমরা এক সাথে কিছু ছবিতে কাজ করেছি। প্রতি মুহূর্তেই তার কাছ থেকে আমি কিছু না কিছু শিখছি। আমি চেষ্টা করি এই শেখাটা ক্যামেরার সামনেও কাজে লাগাতে। বলা যায়, কাজের জন্য সে আমার স্বামী! একজন অভিনেতা হিসেবে তো বটেই একজন ব্যক্তি হিসেবেও তাকে আমি সম্মান করি।’ ২০১২ সালে প্রথম দু’জনে জুটি বেঁধে কাজ করেন ‘সিলভার লাইনিং প্লেব্যাক’ ছবিতে। যে ছবিটি লরেন্সকে প্রথমবারের মতো অস্কার অ্যাওয়ার্ডের স্বাদ এনে দেয়। পরের বছরেই দু’জনে জুটি বেঁধে কাজ করেন ‘আমেরিকান হাসল’ ছবিতে। মাঝে বিরতির পর গত বছর থেকে কাজ করেছেন ‘সেরেনা’ ছবিতে। ছবিটি এই বছরেই মুক্তি পাবে।
লরেন্স বলেন, ‘সহকর্মী হিসেবে সে দুর্দান্ত। আমরা এক সাথে কিছু ছবিতে কাজ করেছি। প্রতি মুহূর্তেই তার কাছ থেকে আমি কিছু না কিছু শিখছি। আমি চেষ্টা করি এই শেখাটা ক্যামেরার সামনেও কাজে লাগাতে। বলা যায়, কাজের জন্য সে আমার স্বামী! একজন অভিনেতা হিসেবে তো বটেই একজন ব্যক্তি হিসেবেও তাকে আমি সম্মান করি।’ ২০১২ সালে প্রথম দু’জনে জুটি বেঁধে কাজ করেন ‘সিলভার লাইনিং প্লেব্যাক’ ছবিতে। যে ছবিটি লরেন্সকে প্রথমবারের মতো অস্কার অ্যাওয়ার্ডের স্বাদ এনে দেয়। পরের বছরেই দু’জনে জুটি বেঁধে কাজ করেন ‘আমেরিকান হাসল’ ছবিতে। মাঝে বিরতির পর গত বছর থেকে কাজ করেছেন ‘সেরেনা’ ছবিতে। ছবিটি এই বছরেই মুক্তি পাবে।