Science & Technology News - বছরের তৃতীয় সুপারমুন মঙ্গলবার রাতে



বছরের তৃতীয় সুপারমুন মঙ্গলবার রাতে
বছরের তৃতীয় সুপারমুন আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এ রাতের আকাশে চাঁদের আকার হবে স্বাভাবিকের চেয়ে অনেক বড়। এর আগে গত ১১ জুলাই বছরের প্রথম সুপারমুন হয়। ১০ আগস্ট হয় দ্বিতীয় সুপারমুন।
চাঁদ যখন তার স্বাভাবিক অক্ষ থেকে কিছুটা সরে এসে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে তখন আকাশে ‍সুপারমুন দেখা যায়। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল ও বড় দেখায়। তবে চাঁদের এ আকার খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়।
১০ আগস্ট সুপারমুনের সময় চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৮৯৬ কিলোমিটার দূরত্বে অবস্থান করে। এর আগে ২০১৩ সালের ২৩ জুন পৃথিবী থেকে সবচেয়ে কম দূরত্বে (৩,৫৬,৯৯১ কিলোমিটার) অবস্থান করে চাঁদ।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts