লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে মিসর। সোমবার দেশটির বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
লিবিয়ায় অপহৃত হওয়া ২১ মিসরীয় খ্রিস্টানদের শিরোশ্ছেদের ভিডিও প্রকাশ করার কয়েক ঘণ্টা পরও এই হামলা চালানো হলো।
রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ভোরের জঙ্গিদের ক্যাম্প, প্রশিক্ষণ স্থল ও অস্ত্র সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে।
এর
আগে মিসরের প্রেসিডেন্ট আবেদল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ‘আইএসের বিরুদ্ধে
প্রতিবাদের অধিকার মিসরের আছে।’ রবিবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে,
কমলা রঙের পোশাক পরা একদল ব্যক্তিকে জোর করে মাটিতে বসিয়ে শিরোশ্ছেদ করা
হয়েছে।
অপহূত হওয়া মিসরের কর্মীরা সবাই কপটিক খ্রিস্টান। গত ডিসেম্বরে ও জানুয়ারিতে পূর্ব লিবিয়ার সির্ত থেকে তাদের অপরহণ করে আইএস।