entertainment News - সোনমের বাড়িতে চুরি



সোনমের বাড়িতে চুরি
 
বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ি একটি হীরার হার চুরির পর মামলা করেছেন তিনি।
জুহু পুলিশ জানিয়েছে, সোনম ও তার মা সুনিতা গত ৫ ফেব্রুয়ারি একটি অভিযোগ করেছেন। সেখানে সোনম বলেছেন, ৪ ফেব্রুয়ারি হারিয়ে যাওয়া ঐ হীরার হার ও অন্য অলংকার পরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। রাত দুইটার দিকে বাসায় ফিরে নিজেই একটি ড্রয়ারে হারটি রাখেন তিনি। সকালে তিনি এটিকে আর খুঁজে পাননি।
সোনমের ভাষ্যে, এক অলংকার নির্মাতা প্রতিষ্ঠানের মডেল হিসেবে ছয় বক্স হার দেয়া হয় তাকে। ঐসব গহনা তিনি পার্টিতে পরেছিলেন।
পরদিন সকালে কোম্পানি কর্তৃপক্ষ অলংকারগুলো নিতে আসলে হারটি পাওয়া যায়নি। পুলিশ জানায়, হারটির মূল্য প্রায় পাঁচ লাখ রূপি।
তদন্তের শুরুতে পুলিশ সোনামের বাড়িতে কর্মরত সব ধরনের ব্যক্তিকে জিজ্ঞাসবাদ করছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সব দিক থেকেই তদন্ত করছি। আমরা এটাও দেখছি যে সেদিন রাতে পার্টিতে সোনাম ভুল করে হারটি ফেলে এসেছেন কী না। ঐ পার্টির সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts