ফারাহ
খানের জন্য রান্না করলেন অভিষেক বচ্চন। আর জুনিয়র বচ্চনের হাতের রান্না
খেয়ে রীতিমতো মুগ্ধ এই পরিচালক। শুধু কি তাই? খাবার চেখে দেয়ার সঙ্গে লিখে
নিয়েছেন রান্নার রেসিপিটিও।
কি
ভাবছেন? বচ্চন পরিবার থেকে কোনো দাওয়াত পেয়েছিলেন কি না? না তা নয়। আসলে
‘বিগ বসে’র পর একটি কুকারি শো এর সঞ্চালনা করছেন এই বলি পরিচালক। নাম
‘ফারাহ কি দাওয়াত’। আর এখানেই ফারাহ খানের রান্নাঘরে প্রথম অতিথি অভিষেক
বচ্চন। সম্প্রতি ফারাহ’র এই রান্নাঘরের অভিজ্ঞতার কথা টুইটারে শেয়ার করেছেন
অভিষেক।
নায়ক-নায়িকারা
অভিনয়ে তো পটিয়সী, কিন্তু রান্না তাদের দক্ষতা কেমন? তা জানতে আপনাকে
দেখতে হবে ‘ফারাহ কি দাওয়াত’। এই অনুষ্ঠানটিতে দেখা মিলবে বলিউড তারকাদের,
যারা এখানে এসে প্রমাণ করবেন তারা রান্নায় কতটা পরাদর্শী। আর ফারাহ তাদের
রান্নায় ভুল-ত্রুটি ধরে রান্নায় আনবেন পারফেকশনের ছোঁয়া।