Science & Technology News - ডিজিটাল হার্ট


ডিজিটাল হার্ট
ব্রিটিশ চিকিত্সাবিজ্ঞানীরা হূদরোগের নতুন চিকিত্সা খুঁজে বের করার চেষ্টায় মানুষের হার্টের ত্রিমাত্রিক বা থ্রি-ডি ভিডিও সংগ্রহ করেছেন যা ডিজিটাল হার্ট হিসেবে পরিচিতি পেয়েছে। বিজ্ঞানীরা থ্রি-ডি ভিডিওটি পর্যালোচনা করছেন।
গবেষণার জন্য লন্ডনের চিকিত্সকরা মানুষের ১৬ হাজার হার্ট সংগ্রহ করেছেন। গবেষকরা প্রত্যেকের কাছ থেকে জেনেটিক তথ্য সংগ্রহ করেছেন এবং স্ক্যান   করে তাদের প্রত্যেকের হার্টের ডিজিটাল ছবি সংগ্রহ করেছেন। এখন পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হচ্ছে যে, সাধারণত কোন কোন কারণে মানুষের হূদরোগ হয় তা নিশ্চিত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যামেরিকান এসোসিয়েশন ফর দ্যা এডভান্স অব সায়েন্সের এক বার্ষিক সম্মেলনে এই প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। গবেষণায় একজন মানুষের হার্ট যেভাবে কাজ করে তার সাথে ওই ব্যক্তির জেনেটিক তথ্য তুলনা করে দেখা হচ্ছে। লন্ডনের হ্যামারস্মিথ হাসপাতালে এই গবেষণা চালানো হচ্ছে। গবেষণার সঙ্গে জড়িত চিকিত্সক ড. ডেক্লান  ও’রেগান বলছেন, তারা আশা করছেন যে, এই পর্যালোচনা থেকে তারা স্বাভাবিক পরীক্ষা-নীরিক্ষার চেয়েও অনেক বেশি কার্যকরী তথ্য পাবেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts