মঙ্গলগ্রহে
প্রাণের অস্তিত্ব আছে কিনা, তা নিয়ে চলছে নানা অনুসন্ধান ও গবেষণা। এই
গ্রহে প্রাণের সম্ভাব্য অস্তিত্ব নিয়ে এবার ভিন্ন তথ্য দিয়েছে মার্স
কিউরিওসিটি রোভারস।
বিজ্ঞানীরা
বলছেন, মঙ্গলের কঠিন পাথরে এমন কিছু জীবাশ্ম পাওয়া গেছে যা দেখতে কিছুটা
কুমিরের মতো। এগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কুমিরে আকৃতির বস্তুটি হয়
জীবাশ্ম অথবা ফ্রোজেনে পরিণত হয়েছে।
প্রাণের সন্ধানে প্রায় ২.৫ বিলিয়ন ডলার খরচ করে ২০১২ সালে কিউরিওসিটিকে মঙ্গলগ্রহে পাঠানো হয়েছে। সূত্র: ওয়েবসাইট।