এলিয়েনের অস্তিত্ব আগামী ২০ বছরের ভেতর খুঁজে পাবে বলে যুক্তরাষ্ট্রের
গবেষণা প্রতিষ্ঠান নাসা আশা করছে। নাসার পরিচালকের সাথে কথা বলে এ তথ্য
জানা গেছে। এদিকে, নাসা মনে করে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার
ব্যাপারে ভাবা হলেও আমাদের সৌরজগতের বাইরেই সেটি হওয়ার সম্ভাবনা বেশি।
তারা বলেন, আমরা যে একা নই এই মহাবিশ্বে তা আগামী ২০ বছরের ভেতরেই দেখতে
পারবো। আর বদলে দিবে সবকিছুই এই তথ্য। কেপলার স্পেস টেলিস্কোপের সাফল্যের
পরই ডালপালা মেলতে শুরু করে এই ধারণাটি। মূলত অন্যান্য গ্রহের খোঁজ পেতেই
টেলিস্কোপটি ডিজাইন করা হয় কিংবা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত তারা।
আর টেলিস্কোপটি কাজটি করতে সমর্থ হয়। টেলিস্কোপটি প্রায় ৭০০ নতুন গ্রহের সন্ধান পায় শুধুমাত্র ২০১৪ সালেই।
জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন, কমপক্ষে একটি গ্রহ প্রতিটি তারকাকে কেন্দ্র করেই ঘুরছে, আবার কখনো একের অধিক।