Entertainment News - পেট থেকে কি যেন দৌড়ে বের হলো!


পেট থেকে কি যেন দৌড়ে বের হলো!
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ডিলান ম্যাক্সওয়েল নামের এক ভদ্রলোক গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ছুটি কাটাতে। হঠাত্ তিনি পেটের চামড়ার নিচে বেশ ব্যথা অনুভব করতে শুরু করলেন। তার মনে হল  কি যেন চামড়ার ভেতর ছোটাছুটি করছে। মনের ভুল মনে করে তিনি সেটি সেরে যাবার অপেক্ষা করেন। কিন্তু ব্যথা আর সারে না। শেষে স্থানীয় একটি হাসপাতালে গেলে চামড়ার উপর দাগ দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন ডাক্তাররা। অস্ত্রোপচারের এক পর্যায়ে ডাক্তাররা অবাক হয়ে দেখেন পেটের কাটা অংশ দিয়ে কি যেন দৌঁড়ে বের হলো! সেটি ধাওয়া করে দেখা গেল, বেশ বড়সড় একটি মাকড়শা। মাকড়শাটি বোধহয় গত তিনদিন ধরে ম্যাক্সওয়েলের চামড়ার নিচে বিনোদন ছুটি কাটিয়েছে! মিডিয়ার কল্যাণে ম্যাক্সওয়েলের নাম হয়েছে স্পাইডারম্যান
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts