বলিউড
অভিনেত্রী হিসেবে বেশ নাম করেছেন আনুশকা শর্মা। এবার আরো একটি পরিচয় যুক্ত
হচ্ছে তার সঙ্গে। আর সেটি হলো, প্রযোজনায় নাম লিখেয়েছেন তিনি। তবে নিজের
প্রযোজনায় প্রথম চলচ্চিত্র ‘এনএইচ-১০’ সেন্সর বোর্ডে শুধু প্রাপ্ত বয়স্কদের
জন্য ছাড়পত্র দেয়া হয়েছে।
নগ্নতার জন্য নয়, চলচ্চিত্রে দেখানো সহিংস ও রক্তক্ষয়ী দৃশ্যের জন্যই এমন নির্দেশ দেয়া হয়েছে।
‘এনএইচ১০’
চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা। এখানে স্বামীর
হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে একটি মিশনে দেখা যাবে তাকে।
পরিচালক
নভোদিপ সিং সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, এই
চলচ্চিত্রটি শিশুদের জন্য নয়। তবে বেশ কিছু অসহনীয় দৃশ্যের জন্য ছবিটি
সবার জন্য উন্মুক্ত না হওয়ায় কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ফ্যান্টম প্রডাকশন এবং ইরোস ইন্টারন্যাশনালের সঙ্গে করা আনুশকার চলচ্চিত্রটি মুক্তি পাবে ৬ মার্চ।