World News - বন্ধ হয়ে যাচ্ছে গুগল টক


বন্ধ হয়ে যাচ্ছে গুগল টক
 
সোমবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগল টক (জি-টক আ জি-চ্যাট নামেও পরিচিত)। আর সেখানে জায়গা করে নিচ্ছে হ্যাংআউট ক্রোম অ্যাপস।
গত বছররে মে মাসে হঠাত্ করে গুগল টকের জায়গায় গুগল হ্যাংআউটের প্রতিস্থাপন করার কথা ঘোষণা করে। এরপর গত অক্টোবরে গুগল জানায়, এটি গুগল টক অ্যাপসটি বন্ধ করে দেবে।
বর্তমানে অনেক মানুসই জি-টক এর সাথে পরিচিত। অনেকে মনে করেন যে, ধীর গতির ইন্টারনেটে হ্যাংআউটের তুলনায়  জি-টক অনেক দ্রুত কাজ করে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts