News of IT Corner - ডিজিটাল বাংলাদেশের আদলে গড়ে উঠবে ডিজিটাল মালদ্বীপ


ডিজিটাল বাংলাদেশের আদলে ডিজিটাল মালদ্বীপ বাস্তবায়নে মালদ্বীপ সরকারের ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে স্বাক্ষরিত স্মারকের আওতায় এটুআই প্রোগ্রাম মালদ্বীপ সরকারকে ডিজিটাল সেন্টার স্থাপন ও পরিচালনা, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, হজ্জ ব্যবস্থাপনা, কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস, সরকারি সেবাকে ই-সেবায় রূপান্তর, ন্যাশনাল পোর্টাল ও ডাটা সেন্টার স্থাপন বিষয়ে সহযোগিতা করবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে মালদ্বীপের সফল অভিজ্ঞতাসমূহ এটুআই ব্যবহার করবে। মালদ্বীপ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও কমিউনিকেশন অথরিটির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহমেদ আদিম এবং এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts