যে-যাই বলে— বলুক না,
তুমি আর ওতে
কাকভোর হতে
চলে হেরাফেরি— চলুক না!
মাঠ-যুদ্ধ বাক্-যুদ্ধ
পথঘাট যা সব রুদ্ধ।
মেজাজ সদাই ফট্টি নাইনে
আস্ত ঠেঁটা নিজের লাইনে।
হুঁশ থাকে না রাগলে,
জবাব দেবে কী কে তখন—
ঘুম ভেঙে সব জাগলে?