মাদারীপুরের কালকিনিতে দুটি ব্রিজের অভাবে দু’গ্রামের মানুষ চরম দুর্ভোগ
পোহাচ্ছে। দুটি ব্রিজ নির্মাণ করলে শিশু ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ
বিভিন্ন বয়সী প্রায় ১০ হাজার মানুষ ঝুঁকিমুক্ত চলাচল করতে পারবে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর ও আউলিয়ার চর
গ্রামের মানুষ জন্মের পর থেকেই বর্ষা মৌসুমে তাদের নৌকা আর পানিতে সাঁতার
কেটে চলাই ছিল একমাত্র রাস্তা। ১ মাস আগে ঐ গ্রামের ওপর দিয়ে একটি খাল খনন
করেছে পানি উন্নয়ন বোর্ড। তখন খাল খননের মাটি দিয়ে তিন কিলোমিটারের একটি
রাস্তা কিভাবে তৈরি করা যায় তা নিয়ে এলাকাবাসীর সাথে আলোচনা করেন ৮নং
ওয়ার্ড মেম্বর মোঃ আজাদ হোসেন সরদার। ৩ শতাধিক পরিবার বিনা শর্তে তাদের
জমির উপর দিয়ে রাস্তাটি নির্মাণ করার অনুমতি দেয়ায় সেখানে প্রায় ৩ কিঃমিঃ
এর দুটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। খুনেরচর গ্রামের মোঃ সৈয়দ আলী খার
বাড়ি সংলগ্ন ও মানিক খাঁর হাট সংলগ্ন মোঃ লিয়াকত আলী খাঁর বাড়ির পাশে খালের
উপর রাস্তার সংযোগ সড়কের জন্য দুটি সাঁকো নির্মাণ করা হয়।
বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আজাদ হোসেন বলেন, আমার
জন্মের পর থেকে দেখে আসছি ঐ দুটি গ্রামের মানুষ বর্ষা মৌসুমে নৌকা কিংবা
পানিতে সাঁতার কেটে চলতে। তাই নিজে গ্রামবাসীর সাথে আলোচনা করে প্রায় ৩
শতাধিক পরিবারের জমির উপর দিয়ে এই রাস্তা দুটি নির্মাণ করেছি। বর্তমানে
দুটি ব্রিজ নির্মিত হলে এলাকাবাসী যানবাহনেও চলাচল করতে পারবে।