Entertainment News - ১০০ পুরুষের সঙ্গে সানি



১০০ পুরুষের সঙ্গে সানি
 
প্রতিযোগিতা থেকে বেছে নেয়া ১০০ জনের সাথে ডেট করেছেন পর্নো তারকা ও অভিনেত্রী সানি লিওন। ভারতের এডিকশন ডিওডোরেন্ট এর উৎপাদনকারী কোম্পানি ম্যানকাইন্ড ফার্মা আয়োজিত প্রতিযোগীয় বিজয়ীদের মধ্য থেকে ১০০ পুরুষকে বেছে নেয়া হয়। এরা পরবর্তীতে সানি লিওনের সাথে ডিনারে অংশগ্রহণ করেন। তারা সানি লিওনের সাথে ডিনার ছাড়াও, সময় কাটানো ও কাছে থেকে জানার সুযোগ পায়।
রাগিণী এমএমএস-২ তারকা সানি লিওন জানান, ১০০ জন সাহসী পুরুষের সাথে ডেট করতে পেরে তিনি খুবই খুশি হয়েছেন। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts